ঘাতকরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন হতে দেয়নি : কামরান

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সিলেট জেলা প্রশাসক হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও মহানগরের সদস্য সচিব শেখ মো. আবুল হাসনাত বুলবুল এবং জেলার সদস্য সচিব সুজন দেবনাথের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন ছিলো দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। বঙ্গবন্ধু সোনার বাংলার গড়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন হতে দেয়নি। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে বাংলাদেশ গন্তব্যহীন জাতি হবে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দ্রুত উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অধিকার বঞ্চিত মানুষের পাশে ছিলেন। তিনি ছিলেন নিপীড়িত মানুষের দিশারি। জাতির পিতার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বিধান কুমার সাহা।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমেদ পারভেজ, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক ইলিয়াছি দিনার, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লস্কর, সাবেক সদস্য এম. এ. রিয়াদ, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা রুমেল আহমদ, সাহিত্য সম্পাদক সাবেক আমির হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য বিজিত দাস, রাজেশ সরকার, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি কে. এম. মাহমুদুল হাসান সানি, সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা খালেদ আহমদ চৌধুরী, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা মিজান আহমদ পারভেজ, জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাছুম আহমদ, মো. হাকীম রাজা, মহানগর যুগ্ম আহবায়ক মো. মজম্মিল আলী, কামরুজ্জামান কামরুল, আসাদুজ্জামান খান জুয়েল, হাবিবুর রহমান খোকন, জুবেল আহমদ, মির্জা শোয়েব আহমদ, লিমন এষ, জেলা তাতী লীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমদ, বদরুল আলম তুহিন, আজহারুল ইসলাম মোমিন, শাহাব উদ্দিন চৌধুরী, শাহিন আহমদ, আবুল কালাম আজাদ, মো. মোশাহিদ মিয়া, মো. সুরুজ আলী, মুরাদ হোসেন বাবু, এডভোকেট আরিফ আহমদ, জাকারিয়া হোসেন জাকির, আরশ আলী সোহেল, শাহ আলমগীর কবির, মহানগর সদস্য পারভেজ আহমদ রাজু, জুবেল আহমদ, খালেদ মাসুদ সাজু, ডা. ফারহামুল ইসলাম, পাপ্পু আহমদ, মো. মাসুদ রানা, শাহীন আহমদ, কাজী মুহিবুর রহমান সুমন, লুৎফুর রহমান, শ্রাবন সূত্রধর, সোয়েব আহমদ চৌধুরী, রাজু আহমদ, মেনন রহমান, উজ্জল আহমদ, আনোয়ার হোসেন, দুলাল আহমদ শান্ত, জয়ন্ত চন্দ্র দাস, পলাশ চন্দ্র দাস, আনোয়ার হোসেন, আব্দুর রহমান, জেলা সদস্য রাজেশ রায় চৌধুরী, মিটু রায়, শান্ত বিশ্বাস, মো. আলাজুর রহমান, মির্জা দুলাল আহমদ, আলী আহমদ, শাবুদ্দিন শাবু, তাহের হোসাইন, গিলমান আহমদ, জাহেদ হাসান, বেলাল আহমদ রাজু, হামিদুর রহমান দুলাল, জাকির হোসেন, আরিফ জালাল, আলমগীর হোসেন, গিলমান আহমদ, আবু আহমদ, কানাইঘাট উপজেলা তাতীলীগ বুরহান উদ্দিন, সোয়েবুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য