সিলেট নগরীর শুটকি বাজারে অভিযান
নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। আজ রোববারও (২৮ জুলাই) চলেছে এই উচ্ছেদ কার্যক্রম।
রোববার নগরীর কালিঘাটের শুটকি বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় অর্ধশতাধিক ছোট-বড় অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।