গোলাপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে।
সোমবার (২২ জুলাই) সকাল ৯টায় বাড়ির লোকজন ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেলে তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম বলেন, নিহত কামরুলের পরিবার বলছে সে নেশাগ্রস্ত। পরিবারের কাউকে কিছু না বলে যেখানে সেখানে চলে যেত। মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।