‘আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন’ (ভিডিও)

নিউজ ডেস্ক: বিশ্বকাপ জয়ের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বললেন, আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন। তার মতে, নিউজিল্যান্ড আসর জুড়ে তুলনায় ভালো ক্রিকেট খেলার পরও শিরোপা পেয়েছে ইংল্যান্ড।

ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ডের চির আক্ষেপ হয়েছিল একটা বিশ্বকাপ শিরোপা। ১৯৭৫ সালে প্রথম আয়োজিত বিশ্বকাপের পর রোববার লর্ডসে ৪৪ বছরের অপেক্ষার অবসান হলো ইংলিশদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে মরগান বললেন এভাবে, ‘‘আমাদের চেয়ে আসলে তারা ভালো টুর্নামেন্ট উপহার দিয়েছে। ট্রফিটা আজ এখানে থেকে যাওয়ার কারণ, আমি বলব ভাগ্য আমাদের সঙ্গে ছিল।’’

‘‘গ্রুপ পর্বের কথা যদি বলি, নিউজিল্যান্ড সত্যিই দুর্দান্ত ছিল। খুবই ধারাবাহিক ছিল তারা। সেমিফাইনালে ভারতের বিপক্ষে অনন্য পারফরম্যান্স ছিল তাদের। ভারত খুবই শক্তিশালী দল ছিল।’’

এরপরও ইংল্যান্ডের ট্রফি জয়। ওয়েন মরগান একজন আইরিশ। তবে কি আইরিশ ভাগ্য সঙ্গে ছিল বলেই সম্ভব হলো ট্রফি জয়? এমন প্রশ্নে মরগান উত্তর দিলেন এভাবে, ‘‘আল্লাহও আমাদের সঙ্গে ছিলেন। আমি আদিলের (আদিল রশিদ) সঙ্গে কথা বলছিলাম, সে বলেছিল আল্লাহ নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। আমি বলেছিলাম, অবশ্যই ভাগ্য আমাদের সাথে আছে… আমাদের দলের গল্পটাই এমন। এখানে বিভিন্ন সংস্কৃতির, ভিন্ন ভিন্ন দেশে বেড়ে ওঠা খেলোয়াড় আছে…।’’

ইংল্যান্ড দলে জন্মসূত্রে অন্য দেশের নাগরিক এমন খেলোয়াড়ের সংখ্যা মোট পাঁচজন। মরগান আইরিশ নাগরিক। আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন তিনি। বেন স্টোকস জন্মসূত্রে নিউজিল্যান্ডের নাগরিক। অন্যদিকে আদিল রশিদ ও মইন আলি পাকিস্তানের দ্বিতীয় প্রজন্ম। জেসন রয় একজন দক্ষিণ আফ্রিকান।

লর্ডসে নাটকীয় ফাইনালে চার-ছক্কার হিসেবে জয় পেয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ওভারের খেলা টাই হয়েছিল। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও টাই। পরে ম্যাচে বাউন্ডারির হাঁকানোয় এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

এ বিভাগের অন্যান্য