ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ৮ জন নিহত
নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের আট যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান খুরশিদ আহমেদ বলেন, ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের আটজন নিহত হয়েছেন। সেই সঙ্গে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।