সুরমা নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ
নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল ৫ টায় সিলেট শহরতলী ত্রিমুখি শাহজালাল ৩নং ব্রীজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে টিকটকের ভিডিও করতে ২ যুবক শাহজালাল (রহ.) ৩নং ব্রীজে গিয়ে ভিডিও করার সময় নদীতে পড়ে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ মিলছে না। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে।
ঘটনাস্থলে আছেন জালালাবাদ থানার এস আই মহিউদ্দিন তিনি বলেন, তিনি জানতে পেরেছেন ২ যুবক বাজি ধরে নাকি ব্রিজের উপর থেকে নদীতে ঝাপ দিয়েছে। পরে তারা উঠে আসতে পারেনি। এখনও এই যুবকদের নাম এবং পরিচয় পাওয়া যায়নি।