সিলেটে দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক :: সিলেট শহরতলীর লাক্কাতুরা চা বাগানস্থ শেভরন গ্যাস ফিল্ডের সামনে থেকে ৫৯ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত আসামী লাক্কাতুরা চা বাগানের মৃত পৌল দাসের ছেলে নির্মল দাস (৪৫)।
রবিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত আলামতসহ আসামীকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর হয়েছে বলে জানিয়েছে র্যাব।