কামরানের কৃতজ্ঞতা প্রকাশ
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আগামীকাল চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক সিটি মেয়র, কেন্দ্রীয় আওয়ামলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। মাননীয় প্রধানমন্ত্রী তাকে সফর সঙ্গী হিসেবে নির্বাচিত করায় এক বার্তায় গভীর ভাবে কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ জানান সিলেটের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সংশ্লিষ্ট সকলের প্রতি। কামরান ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে যুক্তরাজ্য ও তুর্কি তে সফর করেছেন। বিশ্ববাসীর কাছে জননেত্রী শেখ হাসিনা আজ শান্তি আর উন্নয়নের রোল মডেল। তিনি তার প্রাণ প্রিয় সিলেট নগরীর সকল সম্মানিত নাগরিকবৃন্দের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ৫ দিনের সফর শেষে আগামী ৬ ই জুলাই দেশে ফিরবেন কামরান।
কামরান তার বার্তায় সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও সকলের সর্বাঙ্গীন মঙ্গল, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।