সিলেটে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১১জন আটক
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ টিম ভার্থখলাস্থ হোটেল আকাশ (আবাসিক) থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় নারী পুরুষসহ ১১ জনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দক্ষিণ সুরমা থানাধীন হোটেল আকাশ (আবাসিক)-এ অসামাজিক কাজ চলছে।
আটককৃতরা হলেন_
১। ছালেহ আহমদ (২২)পিতা- নাছির আহমদ, সাং- শিমুলকান্দি, থানা- এয়ারনপোর্ট, জেলা- সিলেট, ২। বাবুল হোসেন (৪৮), পিতা- আছির উদ্দিন, সাং- উত্তর বিষ্ণপুর, থানা- বিরুল, জেলা- দিনাজপুর, বর্তমানে- পাথরের শ্রমিক, থানা-ভোলাগঞ্জ, জেলা- সিলেট, ৩। গোলাম কিবরিয়া (৪৬), পিতা- মৃত আব্দুল মান্নান,সাং- মোড়ারবন, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- হোটেল
আকাশ এর বোর্ডার, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৪। ইলিয়াস আলী (২৭),পিতা- কমর উদ্দিন, সাং- রুফিয়া, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট, ৫। মোঃ রফিক(২০), পিতা- মোঃ আরফান মিয়া, সাং- বদিকোনা, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৬। জাকির আহমদ (২৩), পিতা- রৌশন আলী, সাং- বড়ইকান্দি, থানা- দক্ষিণসুরমা, জেলা- সিলেট, ৭। লিটন বিশ্বাস (৪০), পিতা- অনিল বিশ্বা, সাং-উত্তরগোজা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রা ৮। লিমা (২৫), পিতা- মৃত রহিম,সাং- সুনাতলি, থানা- লক্ষীপুর, জেলা- লক্ষীপুর, ৯। বাবলি আক্তার (১৮), পিতা- আশিকআলী, সাং- কালিপুর, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট, ১০। কুলসুমান বেগম(১৯), পিতা- রমজান আলী, সাং- টিলাগড় পূর্ব শাপলাবাগ, থানা- শাহপরাণ (র),জেলা- সিলেট, ১১। তানিয়া (২২), পিতা- ছুটন মিয়া, সাং- নাওয়াপাড়া, থানা- ক্ষিলক্ষেত, জেলা- ঢাকা।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।