বিশ্বনাথ প্রেসক্লাব থেকেঅসিত রঞ্জন দেব’কে বহিস্কার
স্টাফ রিপোর্ট:
বিশ্বনাথ প্রেসক্লাবের একাংশের সদস্য অসিত রঞ্জন দেব’কে প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। সাংবাদিকতা পেশার বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার দায়ে ও প্রেসক্লাবের শৃঙ্খলা বিরোধী কাজ করায় তার সদস্য পদ বাতিল (বহিস্কার) করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবের এক জরুরী সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসক্লাবের (একাংশ) সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া ও মো. আবুল কাশেম।
এখন থেকে বিশ্বনাথ প্রেসক্লাব সংশ্লিষ্ট কোন বিষয়ে অসিত রঞ্জন দেব এর সাথে যোগাযোগ না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এমতাবস্থায় যদি কেহ নিউজ বা প্রেসক্লাব সম্পর্কিত কোন বিষয়ে অসিত রঞ্জন দেব’র সঙ্গে যোগাযোগ করেন তাহলে এতে প্রেসক্লাব কর্তৃপক্ষের কোন দায় থাকবে না।