জকিগঞ্জ থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার
জকিগন্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের এলংজুরী গ্রামে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে।
সোমবার রাতে জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোষ্মামী ও এসআই সম্রাজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ এলংজুরী গ্রামের আব্দুল খালিকের ছেলে শিহাব উদ্দিনের বসতঘর থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে। পুলিশী অভিযানের টের পেয়ে চোরাকারবারী শিহাব উদ্দিন ঘর থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আছাদ উদ্দিনের দাপটে তার ছোট ভাই শিহাব উদ্দিন দীর্ঘদিন থেকে চোরাকারবার চালিয়ে যাচ্ছে। তাদের এহেন অপকর্মের কেউ প্রতিবাদ করতে গেলে তাকে বিএনপি-জামায়াত বানিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দেয়। ফলে এলাকার কেউ তাদের এহেন অপকর্মের প্রতিবাদ করতে পারেননি। এলাকাবাসী চোরাকারবারী শিহাব উদ্দিন ও তার বড় ভাই আওয়ামীলীগ নেতা আছাদ উদ্দিনকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
অবৈধ মোটর সাইকেল উদ্ধারের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার এস আই সম্রাজ মিয়া জানান, তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিচ্ছি।