ডাকসুর নব নির্বাচিত সদস্যকে কামরান ও আসাদের শুভেচ্ছা
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ পৃথক পৃথকভাবে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আসিফুর রহমান রিফাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
৪ এপ্রিল রাতে সিলেট মহানগর যুবলীগ নেতা ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবির হাসান রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ নেতৃদ্বয়ের বাসভবনে যান এবং সেখানে রিফাতকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপুলও অনুরূপ ফুলেল শুভেচ্ছা জানান।
পৃথক পৃথক শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল খান, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, মহানগর তাঁতীলীগের সিনিয়র সদস্য সেলিম আহমদ বাদশাহ, যুবলীগ নেতা মিজান আহমদ, আরজু, ছাত্রলীগ নেতা মো. আব্দুর রহমান, জাকারিয়া সাঈম, সাইফুর রহমান, সুহিন আহমদ, নাবিদ আহমদ, জীবন আহমদ, রুহুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি