সাহিত্যবন্ধন এর বার্ষিক বনভোজন :জেসমিন রুমি

২৯ মার্চ ২০১৯ শুক্রবার সম্পন্ন হলো আমাদের প্রতি প্রাণের সংগঠন ‘সাহিত্যবন্ধন এর বার্ষিক বনভোজন ৷ মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল৷ শহর থেকে দূরে মনোরম সবুজ ছায়া সুনিবির ঐতিহ্যবাহী, ইতিহাস সমৃদ্ধ মহেরা জমিদার বাড়ি৷ সুবিশাল জায়গা জুড়ে বিস্তৃত মহেরা জমিদার বাড়ির প্রতি কোনায় কোনায় ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন ছোঁয়া৷ প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেড়া জমিদার বাড়ী অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম। তার রূপশোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য। নিভৃত পল্লীতে ছায়াঘেরা, পাখী ডাকা নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের। আগন্তুককে একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশী-বিদেশী ফুলের সমারোহ ও সুশোভন বাহারী পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান। গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকলিতে মুখর, সৌম্য-শান্ত কোলাহলমুক্ত । সারাদিন তীব্র রোদ উপেক্ষা করে এই সৌন্দর্য উপভোগ করি সবাই৷ অংশ গ্রহন করি মজার মজার খেলা, মজাদার ইভেন্ট, রেফেল ড্র, আকর্ষনীয় উপহার , পিকনিকে উপস্থিত হওয়ার জন্য স্মারক সনদপত্র এবং গ্রুপে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পদক প্রদানে৷ সাথে ছিলেন, সাহিত্যবন্ধন এর প্রধান উপদেষ্টা জনাব আতিক হেলাল ও তাঁর পরিবার, সভাপতি জনাব জাফর পাঠান, সিনিয়ার সহ- সভাপতি জনাব মোহাম্মাদ রবিউল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন আদর, সুদূর ময়মনসিংহ থেকে যোগ দেন সহ – সভাপতি জনাব মইন উদ্দীন, সহ-সভাপতি জনাব মোঃ মকবুল হোসেন বকুল, সহ- সভাপতি জনাব সালেহ মাহমুদ, সুদূর সিলেট থেকে এসেছিলেন সমাজ কল্যান সম্পাদক জনাব মোঃ মিজাহারুল ইসলাম, কোষাধ্যক্ষ জনাব শাহজাহান মোহাম্মদ , কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলি হক, মহিলা বিষয়ক সম্পাদক কবি ফাতেমা জহুরা ময়না, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শাহী সবুর ও তাঁর পরিবার, কবি ও সাহিত্যিক নুরুল সিপার খান, সন্মানিত আপা, কবি হাসিনা মমতাজ ও তাঁর পরিবার, প্রচার বিষয়ক সম্পাদক সৈয়দা উলফাত ও তাঁর পরিবার, বিশিষ্ট ছড়াকার জনাব মানসুর মুজাম্মিল, কবি জনাব ফরিদ সাইদ , জনাব মোহাম্মদ মোবারক হোসেন, কবি জনাব রবিউল খন্দকার, কবি জান্নাতুল বাকী, কষ্টকবি আবু বক্কর, সহ- মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা ইসলাম, সন্মানিত নির্বাহী সদস্য কবি জনাব তাজ ইসলাম, কবি রহমান মাজিদ, কবি এডভোকেট সাইফুল আলিম, জনাব হাসেম খান ৷ ক্যামেরায় স্নেহের মোজাম্মেল রাকিব ৷ আম ও আমার পরিবার৷ ———— প্রতিষ্ঠাতা,সাধারন সম্পাদক

এ বিভাগের অন্যান্য