শাহজালাল আইসিটি স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ মননশীলতা বিকাশে খেলাধুলার

 

গুরুত্ব অপরিসীম

—– এডভোকেট শমিউল আলম

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এডভোকেট এ.কে.এম শমিউল আলম বলেছেন, মননশীলতা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মেধা ও মনন বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা। কেবল সুস্থ শরীরই পারে সুস্থ, সুন্দর জীবন গড়তে। শরীরকে সুস্থ রাখতে শিক্ষার্থীদেরক পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা করার আহবান জানান।

তিনি গতকাল ৩০ মার্চ শনিবার সকালে সিলেট নগরীর তালতলাস্থ শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী জামাল আহমদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের দিনকাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুল হক আসাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাকীম এম.এম অলিদ উদ্দিন খান, সহ সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল-হেলাল, কোষাধ্যক্ষ ডাঃ এম.এস আর জাহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমদ, প্রচার সম্পাদক বকুল হোসেন, সদস্য হাফিজ শরীফ উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, পরিচালক আনোয়ার হোসাইন, সৈয়দ সালেহ আহমদ, আব্দুন নূর। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা আক্তার পপি, নৌশিন আক্তার কণা, আকলিমা আক্তার, আশরাফ উজ জামান, আব্দুল কাজল মুন্সী, ফারহানা আক্তার রিমা, অঞ্জন রায়, সুনন্দা চক্রবর্তী, মাহফুজা কাওছার, সাব্বির আহমদ, রুকসানা বেগম, আহমদ হোসাইন, এ.আর নিলয়, ফারহানা রহমান, জাকারিয়া আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য