শেখ হাসিনার উন্নয়ন থেকে দেশের কোন মানুষ বঞ্চিত নয় : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন থেকে দেশের কোন মানুষ বঞ্চিত নয়। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সিলেটের মানুষ আদর্শবান, দানশীল, বড়মন এবং অত্যান্ত ভাল মনের অধিকারী। তারা নগর উন্নয়নে নিঃস্বার্থে তাদের কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়ে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, কুয়ারপার এর অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। এই এলাকায় একটি হাইস্কুল নেই। এটা অত্যান্ত দুঃখজনক। সকলের সহযোগিতায় অচিরে এখানে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী গতকাল ৩০ মার্চ শনিবার বিকালে নগরীর কুয়ারপারে বসু খাল হতে গাভীয়ার খাল পর্যন্ত সংযোগ ছড়া (মোক্তার বিলের ছড়া)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্তিকের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবীর, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আছকর, কাউন্সিলর যথাক্রমে আজাদুর রহমান আজাদ, এডভোকেট সালেহ আহমদ সেলিম, সিকন্দর আলী, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তাকবিরুল ইসলাম পিন্টু, শাহানারা বেগম সানু ও মাসুদা সুলতানা সাকী, সাংবাদিক আবু তালেব মুরাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন লালাদিঘিরপার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা কবির উদ্দিন।

শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি ফলক উন্মোনের মাধ্যমে কুয়ারপারে বসু খাল হতে গাভীয়ার খাল পর্যন্ত সংযোগ ছড়া (মোক্তার বিলের ছড়া)’র উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য