সিলেটে পরীক্ষার্থী বেড়েছে ৫ হাজার,১ এপ্রিল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

মবরুর আহমদ সাজু:
*প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অ্যালুমিনিয়াম যুক্ত সিকিউরিটি খাম
*পরীক্ষার্থী না থাকায় কেন্দ্র কমেছে ১টি
সারাদেশের ন্যায় সিলেটেও ১ এপ্রিল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষাবোর্ডে এবারও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একই সাথে বেড়েছে কেন্দ্রের সংখ্যাও। তবে গতবারের চেয়ে এবার কলেজের সংখ্যা কমেছে একটি।
এবছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৭৬ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশগ্রহন করছে। এর মধ্যে ছেলে ৩৪ হাজার ৮৪১জন এবং মেয়ে ৪১ হাজার ৮৫৭ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ হাজার ১৩৫ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৫৬৩ জন। একই সাথে এবার বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। এ বছর পরীক্ষা কেন্দ্র রয়েছে ৮০টি। গত বছর পরীক্ষা কেন্দ্র ছিল ৭৯টি। এছাড়া কোন পরীক্ষার্থী না থাকায় এবার কলেজের সংখ্যা কমেছে একটি। এবছর সিলেটের চার জেলার ২৮৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে এসএসসি পরীক্ষার মত এ্যলুমোনিয়ামের তৈরি বিশেষ ‘সিকিউরিটি খাম’। এছাড়া প্রত্যেকটি কেন্দ্র উপ কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। একই সাথে বোর্ড কর্তৃপক্ষের গঠিত ৫টি ভিজিল্যান্স টিম মাঠে থাকবে। সিলেট শিক্ষাবোর্ডের। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ সিলেটের সময় কেএসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলাওয়ারী হিসেবে হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে সিলেটে। আর সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে সুনামগঞ্জে। সিলেট জেলায় এবার পরীক্ষার্থী রয়েছে ৩১ হাজার ১৪৮জন। এর মধ্যে ১৪ হাজার ৭০৬ জন ছেলে ও মেয়ে ১৬ ৪৪২ জন। ওই জেলায় কেন্দ্র রয়েছে ২৯টি ও কলেজ ১৩৯টি। হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী রয়েছেন ১৫ হাজার ২০জন। এর মধ্যে ৬ হাজার ৭৭৯ জন ছেলে ও ৮ হাজার ২৪১ জন। তাছাড়া কেন্দ্র রয়েছে ১৮ টি ও কলেজ রয়েছে ৪৪টি।
মৌলভীবাজার জেলায় এবার ১৫ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭ হাজার ১জন ও ৮ হাজার ৯৯৫ জন মেয়ে। ওই জেলায় রয়েছে ১৩ কেন্দ্র ও ৪৭টি কলেজ। এছাড়া সুনামগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে ১৪ হাজার ৫৩৪ জন। এর মধ্যে ছেলে ৬ হাজার ৩৫৫ জন ও মেয়ে ৮ হাজার ১৭৯জন। ওই জেলায় কেন্দ্রে রয়েছে ১৯টি ও কলেজের সংখ্যা রয়েছে ৫৫টি।
সিলেট শিক্ষাবোর্ডের সচিব মোস্তফা কামাল সিলেটের সময় কে জানান, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক সেট ভিত্তিক সকল প্রশ্ন একটি খামে অ্যালুমোনিয়ামে সিকিউরিটি টেপযুক্ত করা থাকবে। পরীক্ষা শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেজারী থেকে প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। কোন সেট কোডে পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে জানানো হবে।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ সিলেটের সময় কে জানান, প্রশ্নফাঁসের সাথে কোনো পরীক্ষার্থী সন্দেহজনকভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে কোনো প্রশ্ন পেলেই সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে। তবে শুধু মাত্র কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করবেন।
তিনি বলেন, পরীক্ষা শুরু ৩০ মিনিট পূর্বে ট্যাগ অফিসার (কেন্দ্রে নিযুক্ত সরকারি কর্মকর্তা) ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধির সহায়তায় ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাবেন। ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খোলা এবং প্যাকেট অক্ষত ছিল মর্মে সত্যয়ন রাখা হবে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা সিলেটের সময় কে জানান, পরীক্ষা চলাকলীন সময়ে এসএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নজরদাড়ি থাকবে। এ লক্ষ্যে আমরা সকলের সহযোগিতার জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো।
সিলেটের সময় কে তিনি বলেন, ২০০৯ সালের ২৯, ৩০, ৩১, ৩২ ধারার প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রসস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইটপাথর ইত্যাদি বহন, ব্যবহার, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি সব নিষিদ্ধ করা হবে।

এ বিভাগের অন্যান্য