সুনামগঞ্জ জেলায় মিজানুর রহমান পূণরায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান তালুকদার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে প্রতিযোগিতায় পুণরায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৪ সালে সুনামগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন। ২০১৭ সালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শ্রেষ্ট স্কাউট শিক্ষক নির্বাচিত হন এবং ২০১৮ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া তাহার বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া আহসানুর রহমান মাহদী ২০১৯ সালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। মিজানুর রহমান তালুকদার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মো: আব্দুর রশিদ তালুকদার ও আফলাতুন নেছার জ্যৈষ্ঠ পুত্র।