সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ডা. শিপলু
স্বধীনতা দিবস উপলক্ষে ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন সুখী, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লক্ষ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর আগামী, উন্নত ভবিষ্যতের জন্য দল মত নির্বিশেষে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে। মহান স্বধীনতা দিবস উপলক্ষে ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. আরমান আহমদ শিপলু আরও বলেন ছাত্রলীগ আমাদের গর্বিত ইতিহাসের একটি আদর্শিক ঐতিহ্যবাহী নাম। দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে ছাত্রলীগের পাশাপাশি আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। মহানগর ছাত্রলীগ নেতা জামিল হোসাইনের সভাপতিত্বে ও ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সাইফুর, দেলোয়ার হোসেন দিলাল, জঙ্গীনুর আহমদ জীবান, শেখ রওশন ইজদানি, আবি আহমদ, ফাহিম আহমদ, লিমন আহমদ, আব্দুল কাইয়ূম প্রমুখ। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট সন্ধানীর সহােযোগীতায় লায়ন্স শিশু হাপাতালে রক্তদান কর্মসূচি সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়