বালাগঞ্জে নৌকার মোস্তাকুর রহমান জয়ী উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, উপজেলার ৩৪টি কেন্দ্রে নৌকা প্রতীকে ২৫ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান মফুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদাল মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৮ ভোট।