সিলেটের তেলিবাজার থেকে ৬ লক্ষাধিক ভারতীয় বিড়ির শলাকাসহ আটক ১
স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার সিটিগেইটের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ লক্ষ ৩০ হাজার ভারতীয় নাসিরুদ্দিন বিড়ির শলাকাসহ এক চোরাচালান চক্রের সদস্যকে আটক করেছে। এসময় তার ব্যবহৃত কাভার্ড ভ্যানও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় বিড়ি ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা বলে জানা গেছে। আটককৃত ঐ চোরাকারবারী সদস্য হলো- জৈন্তাপুর থানার ঘাটেরচটি গ্রামের নুরুল ইসলামের পুত্র সাইফুর রহমান (২০)।
মহানগর পুলিশ সুত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনায় এসআই/ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জৈন্তাপুর ভারতীয় সিমান্ত দিয়ে চোরাকারবারী সিগারেটগুলো সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কামালবাজার নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পুলিশ সুত্র আরো জানায়, আটোককৃত চোরাকারবারীর গাড়ীতে থাকা ৬,৩০,০০০ (ছয় লক্ষ ত্রিশ হাজার) শলাকা ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত কাভার্ড ভ্যানের রেজি নং- সিলেট মেট্রো ন ১১-০৮৫৭, মূল্য অনুমান ৮০০০০০/- (আট লক্ষ) টাকাসহ উদ্ধারকৃত সর্বমোট মালের আনুমানিক মূল্য ১৮,০০০০০০/- (আঠার লক্ষ) টাকা। আটক আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলে জানা যায়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।