স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হচ্ছে: ভিপি প্রার্থী শোভন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সকাল ৯টা ১১ মিনিটে হাজী মুহম্মদ মুহসীন হল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
ভোটের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের শোভন জানান, মুহসীন হলের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন জানিয়ে তিনি বলেন, ভোট দিতে উদগ্রীব শিক্ষার্থীরা সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত।
এ সময় সহসভাপতি (ভিপি) প্রার্থী এ ছাত্রলীগ সভাপতিকে কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয়।
সাংবাদিকদের সেই প্রশ্নে শোভন বলেন, বিষয়টি আমি জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা এসব দেখবে।
ছাত্রদলের ভোটারদের ভোট দিতে বাধা দেয়া হচ্ছে, এমন অভিযোগ প্রসঙ্গে শোভন বলেন, লাইনে যারা দাঁড়াচ্ছেন তারাই ভোট দিতে পারছেন।
ডাকসু নির্বাচন বিষয়ে এসব অভিযোগ গুজব হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার সকাল ৮টা থেকে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একটানা দুপুর ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
এতে ৪৩ হাজার ২৫৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ভোটারের মধ্যে ছাত্র ২৬ হাজার ৯৪৪ এবং ছাত্রী ১৬ হাজার ৩১২ জন।
ডাকসুতে ২৫ পদে নির্বাচন হচ্ছে। বিভিন্ন পদের মধ্যে আছে ভিপি, জিএস, এজিএস একটি করে ৩টি। আরও আছে- সম্পাদকীয় ৯টি এবং ১৩টি সদস্যপদ। এসব পদের জন্য বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রসহ প্রার্থী ২২৯ জন। তাদের মধ্যে স্বতন্ত্রসহ ভিপি ২১, জিএস ১৪ জন।
ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ১৩টি প্যানেল। অন্যদিকে প্রত্যেক হল সংসদে ১৩টি পদে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ভিপি, জিএস, এজিএস একটি করে তিনটি। আরও আছে সম্পাদকীয় ৬, সদস্য ৪টি। হল সংসদ (১৮টি হল, ২৩৪ পদে) প্রার্থী ৫০৯ জন। হল সংসদ ও ডাকসু মিলিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে ৩৮টি করে ভোট দিতে হবে। সুষ্ঠুভাবে ভোটের কাজ শেষ করতে রিটার্নিং অফিসারসহ (আরও) ৪২ জন কাজ করছেন।