ঢাকার পর সিলেটে নারীদের জন্য ‘ওবোন’

রাজধানী ঢাকার পর সিলেট এবং যশোর শহরে যাত্রা শুরু করলো নারীদের রাইড শেয়ারিং সেবা ‘ওবোন’। রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’ এর আরেকটি সেবা হচ্ছে ‘ওবোন’। এতে একজন নারী রাইডার একজন নারী যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেন।

‘ওভাই’ গত এক বছর ধরে ঢাকা, চট্টগ্রাম, যশোর, রাজশাহী, খুলনা এবং কক্সবাজারে নিজেদের কার্যক্রম চালাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ মার্চ থেকে সিলেট এবং যশোরে সেবা দেওয়া শুরু করেছে ‘ওবোন’’। সেখানে ৩০ জন নারী রাইডার যাত্রী সেবা দেবেন। এতে যাত্রীরাও খুব সহজেই ‘ওভাই’ অ্যাপের মাধ্যমে নিতে পারবেন ‘ওবোন’ সেবা। এতে তাদের দৈনন্দিন যাতায়াত আরও নিরাপদ হয়ে উঠবে।

যাত্রীদের সর্বাধিক নিরপত্তার কথা মাথায় রেখেই ‘ওভাই’ ব্যবহার করছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, ভিটিএস। এর মাধ্যমে যাত্রী ও ড্রাইভার দুজনেরই অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব।

এ বিভাগের অন্যান্য