শাহ্খুররম ডিগ্রি কলেজে ৭ই মার্চ উদযাপন
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে শাহ্খুররম ডিগ্রি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতিকৃতিতে সকাল সাড়ে ১০টায় পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে কলেজের শহীদ মিনারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও বাংলা বিভাগের অধ্যাপক বিপুল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কমরুদ্দীন আহমদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আফজাল হোসেন ও ইংরেজি বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কানিজ ফাতেমা, অধ্যাপক জওহরলাল দে, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মাহফুজা বেগম, অধ্যাপক পানামা বেগম, অধ্যাপক সনজয় তালুকদার, ক্রীড়া শিক্ষক শফিক মিয়া ও অধ্যাপক রনদ্বীপ চৌধুরী।
বক্তারা ৭ মার্চের গুরুত্ব, তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।