বিয়ের পর শুভশ্রী’র প্রথম
টলিউডের আলোচিত জুটি চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিয়ের এক বছর পূর্ণ হতে চলেছে। এবার কাজে ফিরছেন তিনি। এই প্রথম বার তাকে দেখা যাবে ছোট পর্দায়। একটি রিয়্যালিটি শোয়ের বিচারক হচ্ছেন। নাম ‘এবার জমবে মজা’।
অভিনেত্রী শুভশ্রী এই মুহূর্তে লন্ডনে আছেন। রাজ চক্রবর্তীর জন্মদিন পালন করতে তিনি উড়ে গিয়েছেন সেখানে। জিৎ-কোয়েলকে নিয়ে রাজ ‘শেষ থেকে শুরু’ ছবির শুটিং করছেন। ২১ ফেব্রুয়ারি ছিল পরিচালকের জন্মদিন। রাজের সঙ্গে এই বিশেষ দিনটি কাটাবেন বলে শুভশ্রীও সেখানে উপস্থিত।
এত দিন পরে কাজে ফিরে ছোট পর্দা বাছলেন কেন? ‘নতুন কিছু করতে চাইছিলাম। শুভঙ্করদার (চট্টোপাধ্যায়) কনসেপ্টও খুব ভাল ছিল। বাচ্চাদের নিয়ে শো মানে মজাও দ্বিগুণ,’ লন্ডন থেকে বললেন শুভশ্রী।
ওই রিয়্যালিটি শোয়ে শুভশ্রীর সঙ্গে বিচারকের আসনে শিলাজিৎ এবং বিশ্বনাথ বসুও রয়েছেন।