সিলেটে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,সিলেট জেলা যুব কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন

সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান,সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলুসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।এদিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ সকাল থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ বিভাগের অন্যান্য