আর্ন্তজাতিক সেমিনারে অংশ নিতে লন্ডন যাচ্ছেন মুহিত চৌধুরী
অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেটডটকম সম্পাদক, বিশিষ্ট কবি, সাংবাদিক এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী লন্ডনে যাচ্ছেন। শনিবার বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি লন্ডনে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন। এছাড়া তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। কয়েকটি টিভি চ্যানেলের টক শো তে অংশ নিবেন। সময় স্বলপতার জন্য সবাইকে জানাতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের দোয়া প্রার্থী