সোহেল আরমানের নির্মানে ভালবাসা দিবসের আমেজের শুরু আর শেষ
গেল ১৩ ফ্রেব্রুয়ারী পহেলা বসন্তে সোহেল আরমান এর রচনা ও পরিচালনায় নাগরিক টিভিতে প্রচারিত হয় ফ্যাক্টর থ্রি সল্যুশনের প্রযোজনায় ‘নয় অভিনয় ” নাটক। পহেলা ফাগুন ও ভালবাসা দিবসকে কেন্দ্র করে তার নির্মিত নাটকটি দর্শক প্রিয়তা পেয়েছে।আজ ভালবাসা দিবসের পরের দিন তার রচনা ও পরিচালনায় বাংলাভিশনে প্রচারিত হবে ‘আমার হৃদয় তোমার”।মৃন্ময়ী প্রোডাকশন এর ব্যানারে নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন চৌধুরী, পীরজাদা শহিদুল হারুন,জয়ীতা প্রিয়ন্তি প্রমুখ।
সোহেল আরমানের শোবিজে পথচলা পঁচিশ বছরের বেশি সময়। বিখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেনের পুত্র পরিচয়ের বাইরে তিনি একজন নাট্যকার, অভিনেতা, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক। তবে অভিনেতা হিসেবেই মানুষের কাছে তার পরিচিতি বেশি।চুড়ান্ত ভালবাসার নাটক মানেই সোহেল আরমানের নির্মিত নাটক। তার নির্মিত দর্শকপ্রিয় নাটকগুলো মধ্যে বিবর্ণ প্রজাপতি,
পাথরে ফোটাব ফুল,গ্রহন কাল পেরিয়ে, দাড়াও সময়,
দুঃখ তোমায় ছুটি,নগরে অনাগরিক, অতল প্রহর,পাতা ঝরে বৃক্ষ মরে না উল্লেখযোগ্য।
দীর্ঘবিরতির পর নির্মাণের পাশাপাশি অভিনয়ে ফিরে রেকর্ড গড়েছেন নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান।গত ১ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল সেভেন টিউনসে প্রকাশ হয়েছে তার নির্মিত নাটক ‘মাফলার’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী তানজিন তিশা। নাটকটি এরইমধ্যে দারুণ সাড়া ফেলেছে। নাটকটি প্রকাশের চার দিনে ১০ লাখেরও বেশি দর্শক দেখেছেন। এর মধ্য দিয়ে এই নির্মাতা রেকর্ডও করলেন। নাটকটিতে অভিনয় করেছেন এসময়ের প্রতিভাবান কবি ও লেখক মিজাহারুল ইসলাম। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, নাটকটি অত্যন্ত সুন্দর এবং দেখার মতো আশা করি যারা দেখবেন তারা আজীবন মনে রাখবেন
সোহেল আরমান বলেন দর্শক এভাবে নাটকটি দেখাতে আমি সত্যি আনন্দিত। এই সময়ে অনেকে বলেন, আমাদের নাটক দর্শক দেখেন না। আমি মনে করি, এরমধ্য দিয়ে সেটি মিথ্যা প্রমাণিত হলো। দর্শক আমাদের নাটক দেখেন। শুধু আমাদের দেশের দর্শক নয়, ভারতের দর্শকও আমাদের নাটক দেখেন। আমার এই নাটকের কমেন্টস বক্সে অনেক ভারতীয় দর্শক নাটকটি নিয়ে তাদের মন্তব্য প্রকাশ করেছেন।এর আগে ইউটিউব চ্যানেলে কোনো নাটক চারদিনে এত দর্শক দেখেনি। এরই মধ্যে নাটকটি ২ মিলিয়ন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।তবে আজকের এই আনন্দে বাবাকে বেশি মিস করছি। যদি বাবা নাটকটি দেখতে পারতেন তাহলে অনেক খুশি হতেন।