রবিবার সিলেট আসছেন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ
জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ আগামী সপ্তাহের রবিবার (১৩ জানুয়ারি) সিলেট সফর করবেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তারা সিলেট আসবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিলেট বিভাগের মুখপাত্র ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাহের চৌধুরী শামীম। তিনি সিলেটভিউকে জানান, আগামী সপ্তাহের শনিবার কিংবা রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সিলেট আসবেন। এখনো সিদ্ধান্ত হয়নি। তবে, রবিবার আসতে পারেন এটা প্রায় নিশ্চিত।
জানা যায়, ৮ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে ৩ টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো, একটি জাতীয় সংলাপ, নির্বাচনি ট্রাইব্যুনালে নির্বাচনের অনিয়ম তুলে ধরে মামলা এবং দেশব্যাপী জাতীয় ঐক্যফ্রন্টের সফর।
এই কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনকালীন সহিংসতায় সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহতের ঘটনায় স্বজনদের শান্তনা দিতে ও বিষয়টি খতিয়ে দেখতে নেতৃবৃন্দ সিলেট সফরের কথা জানিয়েছেন। তবে বৈঠকে শুধু আগামী সপ্তাহের কথা উল্লেখ করলেও নির্দিষ্ট দিন-তারিখ জানাননি নেতৃবৃন্দ।