সিলেট জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে নতুন প্রিন্সিপালের যোগদান
সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলংয়ে অবস্থিত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে নতুন প্রিন্সিপাল বি কে ভারদ্বাজ যোগদান করেছেন। নবনিযুক্ত এ প্রিন্সিপালের বাড়ি ভারতের নয়াদিল্লির বারাকাম্বায়।
বি কে ভারদ্বাজ ভারতের হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ভারতের হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বি কে ভারদ্বাজ গত ৩৩ বছর ধরে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে উন্নত পরিচিত স্কুলগুলোতে কাজ করেছেন।
জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে যোগ দেওয়ার আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের ভার্কে ইন্টারন্যাশনাল স্কুলে প্রিন্সিপাল ও বিখ্যাত ডিপিএস স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভোপালের দিল্লি পাবলিক স্কুলের প্রিন্সিপাল, ডিপিএস-নুমালিগড় (আসাম) এবং ডিপিএস জামশেদপুর ভারতের রাইফেলস ইন্টারন্যাশনাল স্কুলের দীর্ঘদিন পরিচালক নিযুক্ত ছিলেন।