জয়ে ফিরে বছর শুরু আর্সেনাল-টটেনহ্যামের

ইংলিশ প্রিমিয়ার লীগে জয় দিয়ে নতুন বছর শুরু হলো আর্সেনাল ও টটেনহ্যামের। দু’দলই ২০১৮ সালে নিজেদের শেষ ম্যাচে হার দেখে। লিভারপুলের মাঠে ৫-১ গোলে হারের ধাক্কা ভুলে এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে ৪-১ গোলের উড়ন্ত জয় কুড়ায় আর্সেনাল। গানারদের হয়ে গোল চারটি করেন গ্রানিথ জাকা, আলেক্সান্ডার লাকাজে, অ্যারন রামসে ও পিয়েরে এমেরিক অবামেয়াং। নিজ মাঠেই উলভসের কাছে ৩-১ ব্যবধানে হারের হতাশার পর গতকাল কার্ডিফ সিটির মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে টটেনহ্যাম। গোল তিনটি করেন হ্যারি কেইন, ক্রিস্টিয়ান এরিকসেন ও সন হিউং মিন। আগের দুই ম্যাচেই পয়েন্ট খোয়ায় আর্সেনাল। লিভারপুল ম্যাচের আগে ব্রাইটনের মাঠে ১-১ গোলে ড্র দেখে উনাই এমেরির শিষ্যরা।

এ বিভাগের অন্যান্য