আগামী ৫ বছর হবে ঐতিহাসিক
ডেস্ক:বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের জন্য হবে ঐতিহাসিক। এই সময়ে জাতি উদ্যাপন করবে জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
গতকাল বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষ আস্থা রেখেছেন এবং ৩০ ডিসেম্বর উন্নয়নের পক্ষে দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আগামী পাঁচ বছরে তিনি বাংলাদেশকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবেন।
তিনি আরও বলেন, ড. কামাল হেসেন স্বাধীনতাবিরোধী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়েছেন, দেশের মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাদের প্রার্থীদের সঙ্গে ভোটারদের সম্পর্ক ছিল না। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তার চেয়ে অর্থের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এসব কারণেই তাদের এ ভরাডুবি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, এখনও আছে। দেশে ব্যাপক উন্নতি হচ্ছে, বড় বড় উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আগামী পাঁচ বছরেও দেশে ব্যাপক উন্নতি হবে। সে কারণেই দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে।