শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা
ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আজ বুধবার সকালের দিকে প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি শুভেচ্ছা জানান।
এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এ ছাড়া ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। বিরোধী জোট ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।