৩০ ডিসেম্বর ভোট দিয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন সবাই : ড. কামাল
সুষ্ঠু নির্বাচন না হলে জনগণ আর দেশের মালিক থাকে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতার লক্ষ্যেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমাদের সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।’
বুধবার (১২ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
জনগণের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘৩০ ডিসেম্বর সকালে আপনারা ভোট দেবেন; একইসঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেবেন। দুই নম্বরি করতে দেবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।’
এর আগে বিকাল ৪টায় সিলেটে এসে পৌঁছান ড. কামাল হোসেন। এরপর বিকাল ৪টা ৪৫ মিনিটে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাকে সঙ্গে নিয়ে তিনি শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। এখানে মাগরিবের নামাজ শেষে দরগাহ এলাকা থেকে ঐক্যফ্রন্টের নেতারা হজরত শাহপরাণের (রহ.) মাজারে যান। সেখানে গিয়ে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন তারা।
বুধবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ড. কামাল হোসেনের ঢাকায় ফেরার কথা রয়েছে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ঐক্যফ্রন্টের একটি দল সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ও আ স ম আব্দুর রবের নেতৃত্বে অন্য একটি দল সিলেট-৪ আসন জৈন্তাপুরের বটতলা এলাকায় গণসংযোগ করবেন।