নৌকার পালে জয় তুলে দিতে ড. মোমেনের সমর্থনে দিনব্যাপী মতবিনিময় সভা
জনগণের দোরগোড়ায় শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আবদুল মোমেনের সমর্থনে সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ড. মোমেন। এ সময় ড. মোমেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে নেতাকর্মীদের কাছে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
বুধবার সন্ধ্যায় সিলেট চেম্বারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা করেন ড. মোমেন। এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারে দশ বছরের শাসনামলে দেশের ব্যবসার পরিবেশ আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমাদের রপ্তানি আয় বেড়েছে। বর্তমানে বিশ্বে তৈরি পোষাক খাতে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। তিনি সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ইকোনমিক জোন ও শিল্পাঞ্চল স্থাপনের কথা উল্লেখ করে বলেন, এ অঞ্চলের ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যা পুর্বের কোন সরকার করেনি। বিদ্যুতের সহজলভ্যতা ও শিল্পখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের উৎপাদনমূখী শিল্পকে আরো বিকশিত করেছে।
তিনি আরো বলেন, এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে এ সরকারকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেট চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খন্দকার শিপার আহমদের সবাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহসভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান ভুট্টো, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান জামিল, চন্দন সাহা, ফালাহ্ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, আলহাজ্ব আতিক হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজে মতবিনিময়
এছাড়া বুধবার দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষকবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এসময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চিকিৎসা সেবায় বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল, সরকারের আন্তরিক প্রচেষ্টায় চিকিৎসাখাতে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছেছে। এছাড়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, এছাড়া উন্নত চিকিৎসা ব্যয় বর্তমানে মানুষের হাতের নাগালে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবাকে বিশ্বমানে উন্নত করা সম্ভব হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজর অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা এ কে এম দাউদ, উপ-পরিচালক অধ্যাপক এম এ হাই, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু সহ চিকিৎসক ও শিক্ষকবৃন্দ। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল রেজাউল করীম, বিএমএ কাউন্সিলর ডা. ইশফাক জামাল সজীব, ভাইস প্রিন্সিপাল ফজলুর রহীম কায়সার, হলি সিলেট এমডি আব্দুল আহাদ, ডিরেক্টর নুরুল ইসলাম খান, প্রফেসর ডা. মাসহুদুল আলম, ডা. নজরুল ইসলাম ভুইয়া, ডা. হিমাংশু শেখর দাস সহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদিমপাড়া দক্ষিণকাছ হোসাইনিয়া ইসলামীয়া মাদ্রাসায় মতবিনিময়
বুধবার সকালে খাদিমপাড়া দক্ষিণকাছ হোসাইনিয়া ইসলামীয়া মাদ্রাসায় এক মতবিনিময় সবায় মিলিত হন সিলেট-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী সাবেক রাষ্টদুত ড. এ কে আব্দুল মোমেন। এসময় তিনি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার সরকার দেশের মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে ক্বওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন রাষ্টনায়ক শেখ হাসিনা এবং আগামী জুলাই মাস থেকে দেশের সকল মসজিদে সরকারী স্কেলে বেতন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ধর্মের নামে অপপ্রচার যারা চালায় তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এসময় উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে আবারও রাষ্টনায়ক শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা খলিল আহমদের সভাপতিত্বে ও মাওলানা আখতারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে হাজী আব্দুল মন্নান, হাজী আব্দুল মালেক, হাজী আব্দুস সালাম, কাজী তইমুস আলী, জনাব আব্দুল হক, হাফিজ লুৎফুর রহমান, মাওলানা মইনুদ্দিন, মাদ্রাসার নাযিমে তালিমাত মাওলানা সালেহ আহমদ, শিক্ষক মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আজিজুর রহমান, মাওলানা ওয়ারিছ উদ্দিন, শায়েখ আব্দুল কাদির, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা বদরুল আমীন প্রমুখ।
এ সময় মাদ্রাসার পক্ষে প্রধান অতিথি ড. মোমেন কে মানপত্র প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদ্রাসা ও এলাকাবাসী।
টিলাগড় ও খাদিমপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময়
বুধবার বিকেলে সিলেট নগরীর টিলাগড়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময়ে মিলিত হন ড. মোমেন। সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকারের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, অব. মেজর ইমদাদুল ইসলাম, স্কলার্স হোমের প্রিন্সিপাল অধ্যাপক নাজমুল বারী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. সামাদ, জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, জাহেদুর রহমান চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওলিউল্লাহ বদরুল, গোলাম হাসান চৌধুরী সাজন, ফরহাদ আহমেদ রুমেল, সাইফুল আলম সিদ্দিকী, আমির আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিঠু তালুকদার, কামরুল ইসলাম, এম. এ. কাইয়ুম চৌধুরী, সঞ্জয় চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রাতে খাদিম পাড়ায় খাদিম পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লেিগর সভাপতি আনসার মিয়া মহালদার এর সভাপতিত্বে ও ফখরুল ইসলাম দুলুর পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি ও সদর উপজেল চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সৈয়দ এফতার হোসেন পিয়ার, সিলেট জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান, মহানগর যুবলীপ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর উদ্দিন, সহসভাপতি মখলিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হক, যুবলীগ নেতা বদরুল ইসলাম প্রমুখ।