হাওর পারের মানুষের সঙ্গেই আজীবন থাকতে চাই- রনজিত সরকার
উপজেলার চারদিকে শুধু নৌকা আর জয় বাংলার ধ্বনি,ব্যান্ড পার্টি সহ দলে দলে হাজার হাজার নেতাকর্মীর স্লোগান,হাওরপাড়ের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় শতাধিক নৌকা সেই সাথে কয়েক শতাধিক মটরসাইকেল শো-ডাউন ও জনসাধারনের উপস্থিতিতে এক বিশাল জনসমাবেশ।
বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড প্রচারের লক্ষ্যে তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ আয়োজিত এক বিশাল জনসামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় তাহিরপুর উপজেলা সদরের পূর্ব বাজারে এ বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার।
প্রধান অতিথির বক্তব্যে রনজিত সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে তা অতীতে কোন সরকার করতে পারে নি। বিগত দিনে হাওরের অকাল বন্যায় ফসল হারিয়ে এ অঞ্চলের মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল তখনই জননেত্রী শেক হাসিনা আপনাদের পাশে এসে বিভিন্ন সহায়তা প্রদান করে আপনাদের নতুন করে বাঁচার অনুপ্রেরনা দিয়েছেন।
তাই আপনারা আসছে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে হাওরবাসী রয়েছে তার প্রমান করে দিবেন।
বক্তব্যের এক পর্যায়ে রনজিত সরকার আরো বলেন, আমি আপনাদের শনি হাওর পাড়ের সন্তান, হাওর পাড়ের মানুষের সঙ্গেই আমার বসবাস,আমি আপনাদের পাশে সবসময় ছিলাম এবং আজীবন আপনাদের পাশেই থাকতে চাই,আমার মা নেই বাবা নেই আপনারাই আমার বাবা মা সন্তান হিসেবে আপনারা সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন ।
উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেণ বর্মনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান হোসেন বিপক এর পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জুবের আহমেদ অপু।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি শোয়েব চৌধুরী,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আব্দুল খালেক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ সেলিম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য আজিজুল হক,মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আলমগীর খসরু,মনোরঞ্জন তালুকদার,মধ্যনগর থানা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির,যুগ্ম-সাধারন সম্পাদক সাইদুর রহমান সোহাগ, মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ প্রমুখ।