অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ১৪ ডিসেম্বর ‘রাত্রির যাত্রী’সিনেমা
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘রাত্রির যাত্রী’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী।
কমলাপুর রেলস্টেশনে শুটিংয়ের মাধ্যমে ‘রাত্রির যাত্রী’ যাত্রা শুরু করে। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। ছবিটি বিজয়ের মাসে, ১৪ই ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে একটি আইটেম গান, যেখানে অংশ নিয়েছেন নায়লা নাইম।
‘রাত্রির যাত্রী’ ছবিটির শুরু থেকেই এর পাশে ছিল সোশাল মিডিয়ার উদ্যমী একদল চলচ্চিত্রপ্রেমী। তারা দেশে বিদেশে বিভিন্নভাবে ছবিটির প্রচারণার কাজটি করে গেছেন। প্রচারণার সঙ্গে যুক্ত করেছেন বিভিন্ন পেশার মানুষদের। এ ছবির প্রচারণা উদ্বুদ্ধ করেছে অন্য চলচ্চিত্রকেও। অনেকেই সোশাল মিডিয়াকে প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ‘রাত্রির যাত্রী’র অনুপ্রেরণায়।
পরিচালক হাবিবুল ইসলাম হাবিব মনে করেন সারাদেশে ইতোমধ্যে সাড়া ফেলেছে ‘রাত্রির যাত্রী’। অনেকদিন পর সবার প্রিয় মৌসুমীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে যা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক, এমনটাই জানান নির্মাতা। তিনি সহযাত্রী বন্ধুদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, তাদের প্রচারণায় ছবিটি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানান তিনি।
ভিন্নধর্মী এ চলচ্চিত্র দেখার জন্য নির্মাতা নিয়মিত দেশের বাইরে থেকেও অনুরোধ পাচ্ছেন। তিনি জানান, দেশের বাইরে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘রাত্রির যাত্রী’ অংশ নেবে।
এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে আছেন সম্রাট, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, সালাউদ্দিন লাভলু, নায়লা নাঈম, আনন জামান, সোনিয়া হোসেন, তানিয়া ইসলাম রিতু, ম আ সালাম, আশরাফ কবির, কালা রেবেকা রউফ, শিমুল খান, জিয়া তালুকদার,কালা আজিজ, চিকন আলী ও প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।
আবারও নায়িকা হিসেবে পর্দায় আসছেন মৌসুমী
ঢাকা, ২১ অক্টোবর- মৌসুমী ভক্তদের জন্য সুখবর আছে। সুখবরটি হল সামানের ডিসেম্বরে নায়িকা হিসেবে আবারও পর্দায় আসছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। বয়স ভাটার দিকে পড়লেই দিনে দিনে আড়ালে চলে যান ঢাকার নায়িকরা। তাই সিনেমায় গুরুত্ব হারান জনপ্রিয় নায়িকারা। কিন্তু এবার বয়সের ছাপ কাটিয়ে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।
আজকাল চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় না করলেও বিভিন্ন চরিত্রে দেখা যায় প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে। সর্বশেষ গেল শুক্রবার তার অভিনীত ‘নায়ক’ ছবিটি মুক্তি পেয়েছে। এখানে তিনি নবাগতা অধরা খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন।
জানা গেছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন। ছবিটি আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে।
পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, ‘আসছে বিজয় দিবস উপলক্ষে আমরা ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। চমৎকার গল্পে যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছি আমি। এরইমধ্যে সিনেমাটি নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের। জনপ্রিয় নায়িকা মৌসুমীকে এখানে খুবই সুন্দর একটি চরিত্রে খুঁজে পাবেন তার ভক্তরা। মিলনসহ অন্যরাও খুব ভালো কাজ করেছেন।’
ছবিটি নিয়ে মৌসুমী বলেন, ‘অনেক আগে এই ছবিতে শুটিং করেছিলাম। এটি মুক্তি পেলে আশা করছি দর্শক হলে গিয়ে দেখবেন। ভালো একটি গল্প আছে ছবিতে।’
‘রাত্রির যাত্রী’ সিনেমায় মৌসুমী-মিলন ছাড়া আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, রেবেকা, শিমুল খান, জিয়া তালুকদার, শিমুল আহমেদ, আনান জামান প্রমুখ। ছবিতে এখানে একটি আইটেম গানে দেখা যাবে নায়লা নাঈমকে।
সিনেমার নায়িকা হচ্ছেন মৌসুমী!
ফাইল ছবি
বয়স বাড়লে কমতে থাকে জনপ্রিয়তা। বিশেষ করে ঢালিউড নায়িকাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। যখন তাদের বয়স ৩০-৩৫ অতিবাহিত হয় তখন কোন পরিচালকই তাদের নিয়ে ঝুঁকি নিতে চান না। তাদের নায়িকা বানিয়ে যদি পুরো টাকাটা জলে যায়, সে ভয়ে তাদের কেন্দ্রীয় চরিত্র থেকে দূরে রেখে বোন বা মায়ের চরিত্রে কাজ করান।
কিন্তু নায়িকা মৌসুমীর ক্ষেত্রে হয়েছে উল্টো। এই বয়সে এসে তাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। আগামী ১৪ ডিসেম্বর মূল নায়িকা চরিত্রে হাজির হবেন তিনি। মূলত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি নিয়ে আসছেন মৌসুমী। ছবিটিতে তার নায়ক হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন।
ছবির গল্প প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘রাত্রির যাত্রী’র কাহিনীটা দর্শকদের ভালো লাগবে। এতে একটি মেয়ের রাতের জার্নি’সহ নানা বৈচিত্র্যময় গল্পে সাজানো হয়েছে ছবিটি।
ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘রাত্রির যাত্রী’ চলমান গৎবাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের একটি নতুন স্বাদ দেবে বলে আশা করছি। এছাড়া দর্শকরা অভিনেত্রী মৌসুমীর এক নতুন রূপ দেখতে পাবেন এতে।
ছবির গল্পে থাকবে, রাতের অন্ধকারে কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি মেয়ের আগমনে ছবির কাহিনী শুরু। অতঃপর মেয়েটির জীবনে ঘটে নানা বৈচিত্র্যময় কাহিনী। আর এই মেয়েটির চরিত্রেই চিত্রনায়িকা মৌসুমী অভিনয় করেছেন।
এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, মারজুক রাসেল, সোনিয়া হোসাইন, শিমুল খান, অরুণা বিশ্বাস, রেবেকা পারভীন, সম্রাট, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, জিয়া তালুকদার, আনান জামান, তানিয়া ইসলাম রিতুসহ অনেকে।
এদিকে, সর্বশেষ গত শুক্রবার তার অভিনীত ‘নায়ক’ ছবিটি মুক্তি পেয়েছে। এখানে তিনি নবাগতা অধরা খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন।