কৌশলে পরিবর্তন আনছে বাংলাদেশ
সিলেটে গ্রুপ পর্ব শেষে, এবার সেমিফাইনালের অপেক্ষা। আগামীকাল কক্সবাজার জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফিলিপাইন ও তাজিকিস্তান। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। ধারে ভারে অনেক এগিয়ে থাকলেও ফিলিস্তিন সমীহ করছে বাংলাদেশকে। লাওসকে হারানোর পর ফিলিপাইনের বিপক্ষে লড়াকু ফুটবল সাহস যোগাচ্ছে স্বাগতিকদের। আর সেমিতে কৌশলে পরিবর্তন এনে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।
রোববার দুপুরে কক্সবাজারে পৌঁছে বাংলাদেশ দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন ছিল গতকাল। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডে।
ফলে তাকে জরুরি ভিত্তিতে নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে তার ইসিজিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি ফেরেন টিম হোটেলে। কোচের অসুস্থতার কারণেই গতকাল সহকারী কোচ ও ম্যানেজারের অধীনেই অনুশীলন করেন ফুটবলাররা। সেখানে কৌশল পরিবর্তনের ইঙ্গিত দেন দলের ম্যানেজার সত্যজিত দাস রূপু। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক লক্ষ্য পূরণ করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। এক ম্যাচ জিতেই ছয় জাতির এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। এবার লক্ষ্য ফাইনাল। তবে সে পথ পাড়ি দিতে টপকাতে হবে ‘ফিলিস্তিন’ নামক বিশাল এক হার্ডল। তাই এবার ভিন্ন কৌশলে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পর্বে লাওস ও ফিলিপাইনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা লাল-সবুজ শিবিরকে শেষ চারের লড়াইয়ে কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় দেখা যেতে পারে। র্যাঙ্কিং আর শক্তির বিচারে আকাশ-পাতাল ব্যবধানে এগিয়ে থাকা যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে খেলে ম্যাচ জিততে চান জেমি ডে’র শিষ্যরা।
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আগামীকাল দুপুর আড়াইটায় র্যাঙ্কিংয়ের ১০০ নম্বরে থাকা ফিলিস্তিনের মুখোমুখি হবে স্বাগতিক শিবির। এ ম্যাচটিকে সামনে রেখে গতকাল ম্যাচ ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিয়েছে, ওয়ালী-জামালরা। দুপুরের কড়া রোদে অনুশীলনে রক্ষণভাগের খেলোয়াড়দের ওপর আলাদা নজর দেয়া হয়। গোলরক্ষক আশরাফুল রানাকে দেখা গেছে বেশ কসরত করতে। ফিলিস্তিনের বিরুদ্ধে নিজেদের রক্ষণভাগ আগলে রাখাটাকেই এখন বড় চ্যালেঞ্জ মনে করছে স্বাগতিকরা। অনুশীলন শেষে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘ফিলিস্তিনির বিরুদ্ধে আমাদের কৌশলে কিছুটা পরিবর্তন আসতে পারে। গতকাল অনুশীলনে রক্ষণের ওপরই বেশি জোর দেয়া হয়েছে। তবে কৌশল কি হবে ম্যাচের দিন, সেটা আগামীকাল অনুশীলন শেষে হেড কোচ জানাবেন।’ ফরমেশন বিষয়ে তিনি বলেন, ‘এটা কোচের বিষয়। কোন ফরমেশনে খেলবে দল সেটা আগামীকালই (আজ) হয়তো জানতে পারবে সবাই। বর্তমান জাতীয় দলে রয়েছেন কক্সবাজারের চার ফুটবলার। এরা হলেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ, ইব্রাহিম, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ও গোলরক্ষক আনিসুর রহমান জিকু। এদের মধ্যে থেকে সবুজ বলেন, এটি আমার ঘরের মাঠ। এখানে চাপের কোনো বিষয় নয়। বরং এটা আমার জন্য আরো ভালো খেলার প্রেরণা। কারণ নিজের পরিবারের সবাই আসবে মাঠে। আমার লক্ষ্য থাকবে গোল করা। কিন্তু দল যদি জয় পায় আর আমি গোল নাও করতে পারি, তবুও কোনো আফসোস থাকবে না।’ দলের আরেক ফরোয়ার্ড ইব্রাহিম জানান, ‘আমি নিজের মাঠে খেলতে উদ্গ্রীব হয়ে আছি। যদি একাদশে সুযোগ পাই তাহলে অবশ্যই গোলের চেষ্টা থাকবে। আমার লক্ষ্য জয় নিয়ে ঢাকায় ফেরা।’