দ্বিতীয় দফায় দায়িত্ব নিলেন মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশনে টানা দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নিয়েছেন আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। বিকাল ৪টার দিকে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সিসিক’র সচিব বদরুল হকের কাছ থেকে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণ শেষে মেয়র আরিফ বলেন- প্রথমে আমি গত মেয়াদের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করতে চাই। এই কাজগুলো শেষ করে গত নির্বাচনের ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করবো। এছাড়া নগরীর বিভিন্ন সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
তাছাড়া নগরীর যেসব রাস্তাঘাটের কাজ শেষ হয়নি এবং নতুন করে ভেঙেছে সেগুলো বর্ষা মৌসুমের আগেই শেষ করতে চাই। কেননা বৃষ্টি শুরু হয়ে গেলে কাজ করা যাবে না।
আরিফ আরো বলেন, নগরীর যানজট সমস্যা সমাধানে আমার মাথায় কিছু পরিকল্পনা রয়েছে। আমার নবনির্বাচিত পরিষদের সঙ্গে বসে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আমরা চাই কম খরচে নগরবাসীর যাতায়াতের ব্যবস্থা করে দিতে। তিনি এসব কাজের জন্য অতীতের ন্যয় নগরবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব বুঝে নেয়ার আগে হযরত শাহ্জালাল (রহ:)-এর মাজার জিয়ারত করেন নবনির্বাচিত মেয়র। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে প্রবেশ করলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের পরপর দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ৮ই সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তিনি প্রায় ২৩ দিন অবস্থানের পর ২৭শে সেপ্টেম্বর সিলেটে ফেরেন।