অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট হলে সিলেটের মাহবুব সুয়েদ
ডেস্ক রিপোর্ট:
ইউরোপের বিভিন্ন দেশে বাংলা মিডিয়ায় জড়িত সংবাদ কর্মীদের সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের মাহবুব সুয়েদ।গত মঙ্গলবার ইতালির রুমে অনুষ্টিত সংগঠনের কার্য্যনির্বাহী কমিঠির সভায় পুর্নাঙ্গ কমিঠির অনুমোদন প্রদান করা হয়।জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহম্মেদ দ্বিপকে সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ইতালি প্রতিনিধি জমির হোসাইনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিঠি ঘোষনা করা হয়।
দ্বির্ঘ দিন থেকে পর্তুগালে বসবাসরত তরুন ব্যবসায়ী ও পর্তুগাল থেকে প্রকাশিত প্রথম অনলাইন বাংলা দৈনিক বাংলা পিটির সম্পাদক মাহবুব সুয়েদ বাংলা মিডিয়ায় কাজের পাশাপাশি দ্বির্ঘদিন থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করে আসছেন।
এদিকে সিলেট সদর উপজেলার বাসিন্দা মাহবুব সুয়েদ ইউরোপের সর্বস্থরের সংবাদ কর্মীদের সবচেয়ে বড় এই প্লাটফর্মে তাকে সহসভাপতির দায়িত্ব প্রদান করায় নব নির্বাচিত সভাপতি ফয়সাল আহম্মেদ দ্বিপ ও সাধারন সম্পাদক জমির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।এক বিবৃতিতে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্টভাবে পালনে সকলের সহযোগীতা কামনার পাশাপাশি পুর্নাঙ্গ কমিঠির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।