গ্রীষ্ম:মোঃ মিজাহারুল ইসলাম

 

গ্রীষ্ম ঋতু, শুরু সে তো
বৈশাখ -জ্যৈষ্ঠ দিয়ে,
নদীর জল, শুষ্ক হেতু,
প্রচন্ড রোদ পেয়ে।

তপ্ত হয়ে উঠে মাটি
জলশূন্যতায় যায় ফাটি,
হারায় নদী নাব্যতা,
শুষ্ক বিরান সভ্যতা।

কনকচূড়া-মেহগনি,
পালাম -পারুল,
করঞ্জা – কামিনী,
আর অর্জুন- জারুল,
গ্রীষ্মে ফোটা ফুল।

আম,লিচু,কাঠাল
বৈশাখ- জ্যৈষ্ঠ জুড়ে
বিদায় গ্রীষ্মকাল,
কালবৈশাখী ঝড়ে।

লেখকের কবিতার,পোস্ট মর্টেম : বিরাম চিহ্ন, ছন্দ পরিবর্তনশীল।
তাং ০৬/৯/১৮ খ্রীস্টাব্দ।

এ বিভাগের অন্যান্য