সুনামগঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৭ জন আটক
সুনামগঞ্জের তাহিরপুরে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, সাধারন সম্পাদক এমদাদুল হক সদস্য নবাব মিয়া, কামাল পাশা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
তাহিরপুর থানার (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নাশকতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে একটি বাড়ির পিছন থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।
এদিকে বিএনপির নেতৃবৃন্দ দাবি করেছেন, শনিবার বিএনপির প্রতিষ্টাবার্ষিকী সফল করার জন্য তারা বিএনপির দলীয় কাযালয়ের একটি কক্ষে আলোচনা ও পরামর্শ সভা করছিলেন। কোন নাশকতার পরিকল্পনা এখানে করা হয়নি।
তারা দাবি করেন, পুলিশ অতিউৎসাহী হয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের আটক করেছে, যাতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী এ উপজেলায় পালন না করা হয়।