সিলেটে সিটি নির্বাচনে থাকবে কঠোর নিরাপত্তা বলয়

 

 

সিলেটে সিটি নির্বাচনে সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্যে ব্যপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, থাকবে কঠোর নিরাপত্তা । ভোট উৎসবের জন্য প্রস্তুত ভোটাররাও। সবখানেই চলছে ভোটের হিসাব-নিকাশ। সবার মুখে একটাই কথায় কে জিতবেন সিলেট সিটিতে? এই সিটির চতুর্থ নির্বাচনেআরিফুল হক চৌ. কি থাকবেন মেয়রের চেয়ারে; নাকি সেই ধারায় ছেদ টেনে নগর ভবনে যাবেন অন্য কেউ। সিটির প্রায় ৩ লাখ বরে বেশি ভোটার মেয়রদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবেন। এই নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় রয়েছেন তিনজন। তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান , ও জামাতের এডভোকেট এহসানুল মাহবুবব জোবায়ের এদিকে নির্বাচনকালীন নগরের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন ১৮ ম্যাজিস্ট্রেট। ২৯ জুলাই রোববার থেকে ১ আগস্ট বুধবার পর্যন্ত তারা মাঠে কাজ করবেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ১৪ প্লাটুন সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য মোতায়েন করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য কর্মকর্তা প্রলয় কুমার সাহা সিলেটের ডাককে বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারিক ক্ষমতাসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ নির্বাচনকালীন সংঘটিত অপরাধ আমলে নিয়ে এবং তা সংক্ষিপ্ত বিচারের জন্যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৯ কর্মকর্তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। ২৯ জুলাই ভোট গ্রহণের আগের দিন, ভোট গ্রহণের দিন ৩০ জুলাই ও পরের দুইদিন সহ মোট ৪ দিন তারা দায়িত্ব পালন করবেন। সিলেট সিটি কর্পোরেশনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাইন বিল্লাহ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম এমদাদুল হক, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ খুরশীদ আলম, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভূঁঞা, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দীকি, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের জন্য সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা শাকিলা সুমু চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। প্রতিদিনের প্রতিবেদন প্রেরণ করতে হবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইসি’র পদক্ষেপ ০ ১৪ প্লাটুন বিজিবি সদস্যসহ থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর ৪ হাজার সদস্য ০ ওয়ার্ডে ওয়ার্ডে থাকবে র‌্যাব-পুলিশের ৬৩টি টিমএছাড়া ২৯ জুলাই থেকে মাঠে থাকবেন ১৮ ম্যাজিস্ট্রেটনির্বাচনকালীন নগরের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন ১৮ ম্যাজিস্ট্রেট। ২৯ জুলাই রোববার থেকে ১ আগস্ট বুধবার পর্যন্ত তারা মাঠে কাজ করবেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ১৪ প্লাটুন সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য মোতায়েন করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য কর্মকর্তা প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।বিচারিক ক্ষমতাসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ নির্বাচনকালীন সংঘটিত অপরাধ আমলে নিয়ে এবং তা সংক্ষিপ্ত বিচারের জন্যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৯ কর্মকর্তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। ২৯ জুলাই ভোট গ্রহণের আগের দিন, ভোট গ্রহণের দিন ৩০ জুলাই ও পরের দুইদিন সহ মোট ৪ দিন তারা দায়িত্ব পালন করবেন। সিলেট সিটি কর্পোরেশনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাইন বিল্লাহ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম এমদাদুল হক, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ খুরশীদ আলম, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভূঁঞা, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দীকি, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের জন্য সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা শাকিলা সুমু চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। প্রতিদিনের প্রতিবেদন প্রেরণ করতে হবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্রের সার্বিক দেখভালোর জন্য দায়িত্ব পালন করবেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতি ৩ ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও ৪ দিন মাঠে কাজ করবেন। ৯টি ওয়ার্ডে যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন সিলেটের সহকারী কমিশনার মোঃ এরশাদ মিয়া, সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়া, সহকারী কমিশনার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার সুনন্দা রায়, সহকারী কমিশন মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার মোঃ আশরাফুল হক, সহকারী কমিশনার ইরতিজা হাসান ও সহকারী কমিশনার শাহিনা আক্তার। ১৪ প্লাটুন বিজিবি থাকবে মাঠে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোটের দিন ভোর থেকে ভোটের পরদিন পর্যন্ত নগরীতে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। প্রতি ২টি ওয়ার্ডে থাকবে ১ প্লাটুন বিজিবি সদস্য। বিজিবি সদস্যরা ভোট কেন্দ্রের বাইরে যাতে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করতে না পারে, ভোটারদের যেন কেউ বাধা দিতে না পারে সেদিকে নিবিড় দৃষ্টি রাখবেন। ভোটের দিন কঠোরভাবে বিশৃংখলা প্রতিহত করবেন বিজিবি সদস্যরা।

এ বিভাগের অন্যান্য