কামরানের সাথে জনস্রোত
দলীয় মনোনয়ন পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সিলেটের প্রথম মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
রবিবার আসরের নামাজের পর তিনি হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহপনার (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কর্যক্রম শুরু করেন। মাজায় জিয়ারতের পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবদেন করেন সাবেক এই নগরপিতা। এসময় তার সাথে স্রোত ছিলো লক্ষনীয়।
মাজায় জিয়ারত শেষে কামরান বলেন, জননেত্রী শেখ হাসিনা সিলেটবাসীর উপর আস্থা রেখে আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমি মেয়র নির্বাচিত হলে নগর ভবন হবে সার্বজনীন। টেকশই উন্নয়ন ও ডিজিটাল নগরী গড়তে আপনারা নৌকা মার্কাকে বিজয়ী করুন।