নগরবাসীকে প্রথম মেয়র কামরানের ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামিলীগের কেন্দ্রিয় সংসদের কার্যনির্বাহী সদস্য সিলেট মহানগরের সভাপতি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,গতকাল সিলেটের সময় কে বলেন, ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণীর মানুষকে আরো ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করবে। গড়ে তুলবে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্প্রদায়িক সম্প্রীতির শুভ বার্তা নিয়ে এগিয়ে যাবে পৃথিবী-এটাই হোক এবারের ঈদুল ফিতরের প্রত্যাশা । এছাড়া তিনি নগরবাসীর প্রতিটি মানুষের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন।