কামরান কে দেখলেই জনতার ঢল
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম ও আওয়মীলীগের কেন্দ্রিয় সংসদের কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান কে দেখলেই গণমানুষের ঢল নামে নগরীর বিভিন্ন জায়গায়। আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে কামরান বিভিন্ন ওয়াের্ড গণসংযোগ করলে এম দৃশ্য পরিলক্ষিত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইতোমধ্যে কামরান নগরবাসীর প্রিয়জনদের তালিকায় শীর্ষে থাকায় এমনটি হয় বলে জানিয়েছেন নগরবাসী। এছাড়া নির্বাচনী গণসংযোগে বিভিন্ন শ্রণির লোকজন অনুতপ্ত হয়ে বলেন দীর্ঘ দিন তিনি নগর ভবনে মেয়র না থাকায় সুযোগ সুযোগ সুবিধা থেকে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, এসময় কামরান তাদের কে সান্ত্বনা দিয়ে আবারো নৌকামার্কায় ভোট দিয়ে নগরবাসীর খেদমত করার জন্য প্রত্যাশা করেন, তার কথায় উপস্থিত জনতা তাকে নগর ভবনের মেয়র হিসেবে দেখতে চায় স্লোগানে মুখরিত হয়ে উঠে গণসংযোগ স্থল।