বিনামূল্যে প্রশিক্ষণ সঙ্গে থাকছে ভাতা
সিলেটের জেল রোডস্থ আনন্দ টাওয়ারে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনিস্টিটিউটে ADB এর অর্থায়নে বাংলাদেশ অর্থমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে Industrial skill council এর অধীনে SEIP (স্কিল এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম) প্রোগ্রামের আওতায় ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন, ফুড এন্ড বেভারেজ সার্ভিস, এবং হাউজকিপিং এই তিনটি সেক্টরে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউ সম্পন্ন করা হয়েছে হয়েছে। উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের মধ্যে ২৬ জনকে সরকারি শিশু পরিবার থেকে নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনা খরচে চার মাস মেয়াদী এই প্রশিক্ষণ শেষে তাদেরকে ভাতা এবং চাকুরী প্রধান করা হবে। এই পর্যন্ত পূর্ববর্তী দুইটি ব্যাচ হতে ১২৬ জন এই প্রগ্রামের আওতায় উত্তীর্ণ হয়ে সনদপ্রাপ্ত হয় এবং যার ১০৪ জন চাকুরিতে যোগদান করেছে।