কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে সিলেটে মানববন্ধন

 

বিশেষ প্রতিনিধি, সিলেট অঞ্চল :: প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দ্রæততম সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসুচী পালন করা হয়।

কর্মসুচীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

সংসদে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দ্রততম সময়ে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবী জানান আন্দোলনকারীরা।

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনাও দেন তারা।

এ বিভাগের অন্যান্য