সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে সংবাদপত্র গ্যালারি উদ্বোধন
মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি এবং ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজসমূহে ছাত্রছাত্রীদের সৃজনশীল মেধা মননে বিশ্বকে জানার প্রয়াসে সংবাদপত্রের গ্যালারি উদ্বোধন করা হয়েছে । গতকাল সকাল এগারোটায় কলেজ ক্যম্পাসে এ গ্যালারির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট কমার্স কলেজর রেক্টর মো. সামসুর রহমান ,সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ম.রহমান ,বুলবুল, প্রভাষক আফজাল হোসাইন, জোবায়ের আহমদ, ফাহিম কেরাইশী, আফরোজা বেগম, আবুল হাসনাত, মবরুর আহমদ সাজু, প্রমুখ উদ্বোধনকালে বক্তারা বলেন সংবাদপত্র সমাজের দর্পণ। দর্পণ যেমন নিজের চেহারা প্রতিবিম্বিত হয়, তেমনি দেশ, জাতি, সমাজ এমনকি সমকালীন বিশ্বের চলমান ঘটনা, জীবনযাত্রা, চিন্তা চেতনা, জাতীয় স্বার্থে দিক নিদেশনা সংবাদপত্রের পাতায় ছাপা হয়। সামাজিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা,সত্য-সুন্দর এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামের পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে সংবাদপত্রের অবদান অনস্বীকার্য। ফাউন্ডেশনের অন্যতম স্লোগান প্রাইভেট পড়াকে ‘না’ বলুন। প্রতিষ্ঠানগুলোর সাফল্য বোর্র্ড সেরা কলেজের স্বীকৃতি প্রাপ্তি ,পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল , ইঞ্জিনিয়ারিং ও বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তিতে শিক্ষার্থীদের রয়েছে ব্যাপক সাফল্য।