তরুণরা কেন ‘চার হাজারের’ পেছনে ছুটছে
সারাদেশে বছরে বিসিএসে চাকরি হচ্ছে চার হাজার লোকের। অথচ কম করে হলেও ৪০ হাজার যুবকের উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। তাহলে আমরা কেন চল্লিশ হাজারের পেছনে না ছুটে চার হাজারের পেছনে ছুটছি? তরুণদের উদ্দেশ্যে এমন প্রশ্ন রাখেন স্ব স্ব ক্ষেত্রে সফল এ প্রজন্মের উদ্যোক্তারা। রাজধানীর একটি অভিজাত হোটেলে দু’দিনব্যাপী বিপিও সামিটের দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে তরুণ উদ্যোক্তাদের সেশনে বক্তৃতা করেন তরুণ উদ্যোক্তারা।
স্টার কম্পিটার সিস্টেমস লিমিটেডের পরিচালক রিজওয়ানা খান বলেন, যেকোনো কাজ শুরু করার আগে সেই কাজ সম্পর্কে ইতিবাচক ধারণা মনের মধ্যে পোষণ করা দরকার। কাজের মধ্যে কোনো ছোট বড় নেই। সেটা কল সেন্টারের কাজ হোক আর আউটসোর্সিং হোক।
রিজওয়ানা খান এসময় উদাহরণ টেনে বলেন, `উবার` ও ` পাঠাও` এর মাধ্যমে প্রচুর লোকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এটা ইতিবাচক দিক।