২২ এপ্রিল ভারত যাচ্ছে আ. লীগের প্রতিনিধি দল
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আগামী ২২ এপ্রিল আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান।
এর আগে দলের ধর্ম বিষয়ক উপ-কমিটির সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।
ওবায়দুল কাদের জানান, বিজেপির আমন্ত্রণে আগামী ২২ এপ্রিল আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করবে। ২৪ এপ্রিল তারা দেশে ফিরে আসবে। সেখানে পার্টি টু পার্টি আলোচনা হবে।
তিনি বলেন, পহেলা বৈশাখে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বিএনপিকে কটাক্ষ করে কোনও বক্তব্য দেননি। কোনও রাজনৈতিক বক্তব্যও তিনি দেননি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমি নিজে বাহাদুর শাহ পার্কে যে বক্তব্য দিয়েছি তা অপজিশনকে আক্রমণ করে দেইনি। অথচ পহেলা বৈশাখের দিনেও বিএনপি নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এতো সুন্দর একটা দিনকে তারা নোংরা রাজনীতির কাজে লাগিয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে বর্তমানে শান্তি আছে, স্থিতিশীলতা আছে। এটা বিএনপি সইতে পারছে না। তাই পহেলা বৈশাখের স্বতঃস্ফূর্ত, কালারফুল উদযাপনও তাদের ভালো লাগেনি।’
তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি যে নতুন খোয়াব দেখেছিল তা প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে কর্পূরের মতো উড়ে গেছে, হারিয়ে গেছে। তাদের আর কোনও নতুন ইস্যু নেই। তাদের মাঠে নামার কোনও অবস্থাও নেই।’